মালয়েশিয়া ফেরত ৩০০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: মাস দুয়েক আগে ট্রলারে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া রওয়ানা হয়েছিলেন ৪১২ রোহিঙ্গা। কিন্তু সেখানকার কড়াকড়ির কারণে ঢুকতে পারেননি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে তাদের। গতকাল রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুরের জাহাজঘাট থেকে তাদের আটক করে কোস্টগার্ডের সদস্যরা।

আটককৃতদের বেশিরভাগই নারী ও শিশু। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে যাত্রা করা ৪১২ জনের মধ্যে মাত্র কয়েকজন মালয়েশিয়া ঢুকতে পেরেছেন। নানা চেষ্টার পরও বাকিরা ঢুকতে পারেনি। সাগরে ভাসমান অবস্থাতেই কেটেছে তাদের দীর্ঘ দুই মাস। এই সময়ে বেশ কয়েকজন মারাও গেছেন। অবশেষে গতকাল ৩ শতাধিক রোহিঙ্গা এসে ভিড়ে টেকনাফে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, টেকনাফের জাহাজঘাট দিয়ে ওঠার সময় মালয়েশিয়াফেরত রোহিঙ্গাভর্তি একটি জাহাজ আটক করে কোস্টগার্ড। তাদেরকে আগের অবস্থানে ফেরত নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।