মৃত্যু বেড়ে ১৭০, আক্রান্ত ৮ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭০ জন। এ ছাড়া একই সময়ে দেশে আরো ৫৭১ জন আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ২৩৮ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৩৮ জন।

নাসিমা সুলতানা মৃত্যুর ঘটনায় কিছুটা স্বস্তি প্রকাশ করে বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে। এ সময়ে দেশে আরো ২ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭০ জন।

তিনি জানান, মৃতদের মধ্যে এক জন পুরুষ ও এক জন নারী। এক জন ঢাকার এবং এক জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৭৪ জন সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মার্চ।