হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
যুক্তরাষ্ট্রে প্রাণহানি সাড়ে ৪০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস যেন পাগলা ঘোড়া। অন্যান্য দেশে বাড়বাড়ন্ত অবস্থাটা খুব বেশি দিন থাকেনি, আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমে এসেছে ধীরে ধীরে। কিন্তু যুক্তরাষ্ট্রে সেই যে মার্চের মাঝামাঝি সময়ে শুরু হল তাণ্ডব, এখনো সেটা কমার কোনো লক্ষণ নেই। ফুলেফেঁপে ওঠা মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৪০ হাজার ৫৪৮-এ।
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দ্বিতীয় অবস্থানে থাকা দেশের প্রায় দ্বিগুণ। ইতালিতে মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৬৬০ জন। এরপরেই আছে স্পেন, ২০ হাজার ৪৫৩ জন। যথাক্রমে ফ্রান্সে ১৯ হাজার ৭১৮, যুক্তরাজ্যে ১৬ হাজার ৬০ জন।
বিশ্বে মোট আক্রান্তের ৩১.৭৭ শতাংশই যুক্তরাষ্ট্রে! এখন পর্যন্ত দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৫ হাজার ৩০৩ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ২৫ হাজার ৫১১ জন। একই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৫৩৪ জন।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে। শীর্ষে থাকা নিউইয়র্ক অঙ্গরাজ্যেই মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ২৯৮ জন, আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৪৭ হাজার ২১৫ জনে।