যুক্তরাষ্ট্রে ৬ লাখ ছাড়াল সংক্রমণ, নিউইয়র্কে ২ লাখ

আন্তর্জাতিক ডেস্কঃ নভেল করোনাভাইরাস সর্বশক্তি দিয়ে কামড় বসিয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন নতুন সংক্রমণের ঘটনা ঘটছে বিদ্যুৎ গতিতে। ইতোমধ্যে দেশটিতে সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬ লাখ এবং শুধু নিউইয়র্কেই এই সংখ্যা ছাড়াল ২ লাখ। অথচ চলতি মাসের ১ তারিখেও যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ১৬ হাজার। আর এখন সেটি ৬ লাখ ১৪ হাজার। অর্থাৎ মাত্র ১৪ দিনে নতুন করে ৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে ২৬ হাজার ৯৪৫ জনের দেহে। নতুন মৃত্যু হয়েছে ২ হাজার ৪০৭ জন। একদিনে এর আগে করোনাভাইরাসে কোনো দেশে এত মানুষের মৃত্যু হয়নি। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হল ২৬ হাজার ৪৭ জনের।

নিউইয়র্কের পরিস্থিতি ভয়ানক। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৬৮ জন। সংক্রমণের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ১২৩ জনে। সেখানে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭৭৮ জন। নিউইর্কের পরেই রাজ্যগুলোর মধ্যে শোচনীয় অবস্থা নিউ জার্সির। সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ।