যেসব জেলায় পৌঁছায়নি করোনা

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সংক্রমণের জাল পেতেছে নভেল করোনাভাইরাস। ছড়িয়ে পড়েছে ৫৯টি জেলায়। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ হাজার ১৮৬ জনে। প্রাণহানি হয়েছে ১২৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ১৬ জন। সংক্রমণের এমন বিস্তারের মধ্যেও এখন পর্যন্ত করোনাভাইরাস পৌঁছায়নি ৫টি জেলায়।

আইইডিসিআরের দেওয়া তথ্যানুযায়ী, সবশেষ গত ২২ তারিখে নতুন করে করোনায় আক্রান্তের তালিকায় ঢুকে পড়ে নাটোর জেলা। সেখানে ওইদিন প্রথমবারের মতো একজন কভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এতে করে কারোনামুক্ত জেলার সংখ্যা ৬ থেকে নেমে আসে ৫-এ। ভাগ্যবান সেই পাঁচটি জেলা হল- সাতক্ষীরা, ঝিনাইদহ, ভোলা, রাঙামাটি ও খাগড়াছড়ি।

গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো সন্ধান মেলে করোনায় আক্রান্ত রোগীর। ১০ দিন পর ১৮ মার্চে প্রথম কেউ মারা যান প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে। উদ্বেগের বিষয় হল, আক্রান্তের যে বাড়বাড়ন্ত অবস্থা সেই তুলনায় সুস্থ হচ্ছেন খুব কমই। ৪ হাজারেরও বেশি আক্রান্তের বিপরীতে এই সংখ্যা মাত্র ১০৮।