রমজানের প্রথম দিনই দ্বিতীয় কন্যার বাবা হলেন সাকিব

দ্বিতীয়বার কন্যার বাবা হলেন সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে পবিত্র মাহে রমজান। পবিত্র এই মাসের প্রথম দিনই দ্বিতীয় কন্যার বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র। তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নিউইয়র্কের স্থানীয় এক হাসপাতালে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। বর্তমানে মা ও নবজাতক দুইজনই সুস্থ আছেন।

অবশ্য সুখবরটা জানা গিয়েছিল প্রায় মাসখানেক আগেই। তখন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব। সেখানে গিয়ে প্রথমে স্থানীয় একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। এরপরই স্ত্রী-সন্তানের কাছে যান তিনি।

shakib dughter abri
সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি

তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ঘরে নতুন অতিথি আসার ইঙ্গিত দেন তিনি। সঙ্গে বড় মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবি পোস্ট করেন। ছবিতে আলায়নার হাতে একটি ছোট্ট জামা ছিল। আর ক্যাপশনে লেখা ছিল ‘বাসায় স্বাগতম’।