সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
রাজধানীতে নারী সাংবাদিকের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর উত্তর বাড্ডায় এক নারী সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (০৭ মে ২০২১) রাত সাড়ে ৮টার দিকে স্বাধীনতা সরণি রাস্তার গলিতে এ ঘটনা ঘটে।
ওই নারী সাংবাদিকের নাম মোছা. শাকিলা শারমিন। তিনি জনপ্রিয় অনলাইন ঢাকা পোস্টে সহ-সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, শুক্রবার রাত ৮টার দিকে আমি বারিধারা ডিপ্লোমেটিক জোনের অফিস থেকে কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পৌঁছে রিকশার জন্য অপেক্ষা করতে থাকি। রিকশা না পেয়ে স্বাধীনতা সরণি গলির রাস্তা দিয়ে হাঁটতে থাকি। এ সময় দুইটা বাইকে চারজন ব্যক্তি এসে আমার পথরোধ করে দাঁড়ায়। তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ধমক দিয়ে বলে আমি কেন বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে নিউজ করেছি! এক পর্যায়ে তারা আমার ওড়না ধরে টান দেয় এবং শারীরিক নির্যাতন করে, কিল-ঘুষি মারে। তারা আমাকে তুলে নিয়ে ধর্ষণ করে গুম করার ও প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে তারা আমাকে ছুরি বের করে মেরে ফেলার চেষ্টা করলে আমি চিৎকার দেই। এতে লোকজন জড়ো হয়ে যায়। তখন ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসীর সহায়তায় কাছাকাছি একটি ফার্মেসিতে আমাকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যাই।
তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে আমার ফোনে বেশ কিছু অপরিচিত নম্বর থেকে কল আসছিল। ফোন রিসিভ করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত এবং মেরে ফেলার হুমকি দিতো। আমি কেন প্রভাবশালী লোকদের বিরুদ্ধে লেখালেখি করছি এবং লেখা ডিলিট করার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে আমি কল রিসিভ করা বন্ধ করে দেই।
বাড্ডা থানার পরিদর্শক(তদন্ত) আবু সাঈদ জানান , উক্ত ভুক্তভোগী থানায় এসেছিলেন। তবে তিনি যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসেছিলেন তিনি একজন প্রভাবশালী ! মুনিয়া নামে এক নারীর আত্মহত্যা নিয়ে ওই প্রভাবশালি ব্যক্তির বিরুদ্ধে লেখার জন্য তার ওপর হামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে সেই বিষয়ে এখনো কোন মামলা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন।
জনবার্তা/আইএস