রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসকসহ নয় স্বাস্থ্যকর্মী মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় লকডাউন করা হয়েছে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালটি লকডাউন করা হয়।

হাতিরঝিল থানার ওসি গোলাম আজম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, হাসপাতালটিতে বর্তমানে কোনো রোগী নেই।

জানা যায়, আক্রান্তদের মধ্যে দুই জন চিকিৎসক, পাঁচ জন নার্স এবং দুই জন হাসপাতালের কর্মী।

ইনসাফ বারাকা হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ জানান, হাসপাতালটির জরুরি বিভাগে সর্দি, জ্বর ও কাশির রোগীদের চিকিৎসা দেওয়া হতো। প্রথমে জরুরি বিভাগের দুই চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হন। এর পর নার্স ও কয়েকজন স্টাফের নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ পাওয়া যায়।

তিনি বলেন, গতকাল সোমবার রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয় এবং রাতেই রিপোর্ট পেয়ে জানা যায় তারা আক্রান্ত।

সোহরাব আকন্দ জানান, এর পর তারা বিষয়টি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানান। পরে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এ প্রতিষ্ঠানটি হাসপাতালটি লকডাউন করার পরামর্শ দেয়। এর পরই মঙ্গলবার দুপুরে ইনসাফ বারাক কিডনি হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়।

গত ৮ মার্চ প্রথম দেশে করোনা রোগী শনাক্ত হয়। এর পর প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী মোট এক হাজার ১২ জন আক্রান্ত এবং এর মধ্যে ৪৬ জন মারা গেছে। এ ছাড়া সুস্থ হয়েছেন ৪২ জন।