হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
রেসলিং তারকার ইসলাম গ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের কারণে সবাই ঘরবন্দি হয়ে আছেন। অপেক্ষা করছেন কবে নাগাদ পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। অধিকাংশ মানুষই তাদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই সময়টিতেই পবিত্র ধর্ম ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমান বনে গেলেন অস্ট্রিয়ার রেসলিং তারকা উইলহেম অট।
মুসলমান হওয়ার পর নিজের নতুন নাম রেখেছেন খালিদ উইলহেম অট। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-বাওয়াবা।
জনপ্রিয় এই রেসলার গত ১৬ এপ্রিল বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন। ভিডিওতে তাকে কালেমা পড়তে দেখা যায়। পড়া শেষে আল্লাহু আকবর ধ্বনি দেন। তাকে কালেমা পড়ান অপর এক ব্যক্তি।
পোস্টে তিনি লেখেন, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট আমাকে পুনরায় বিশ্বাস খুঁজতে সাহায্য করেছে। পবিত্র এই ধর্মটি দীর্ঘদিন ধরেই আমাকে আকৃষ্ট করছে। কিন্তু রাজনৈতিকসহ নানাভাবে প্রভাবিত হওয়ার কারণে এতদিন কিছু করতে পারিনি। তবে এখন আমি একমাত্র সত্য আল্লাহকে চিনতে পেরেছি এবং গর্ব করে বলছি যে আমি মুসলিম।’
‘তাছাড়া আমার জীবনে এমন কঠিন সময় গিয়েছে যে, কী করবো বুঝে উঠতে পারছিলাম না। তখন ইসলামিক বিশ্বাস আমাকে প্রয়োজনীয় শক্তি দিয়েছে। এই বিশ্বাস আমাকে অনেক উপরে উঠিয়েছে, যোগ করেন এই নওমুসলিম।’