শ্রমিকদের ফেরত পাঠাবেন না : আমিরাতকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আল-সায়েঘের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে আলাপ হয়েছে আজ।

করোনা মহামারির কারণে বাংলাদেশী শ্রমিকদের ফেরত না পাঠাতে সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আল -সায়েঘের সাথে আজ ফোনে আলাপকালে এ অনুরোধ করেন ড. মোমেন।

বাংলাদেশী শ্রমিকরা যেন চাকুরিচ্যূত হয়ে দেশে ফেরত না আসে – সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেন তিনি। ড. মোমেন বলেন, কেউ চাকুরিচ্যুত হলেও যেন কমপক্ষে ৬ মাসের সমপরিমাৃণ ভাতা ও অন্যান্য সুবিধা পায়।

তিনি সেদেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্যও সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করা হয়েছে। সূত্র : বিবিসি