হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
শ্রম প্রতিমন্ত্রী: কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না
নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে কোনো কারখানা লে-অফ বা কর্মী ছাঁটাই করতে পারবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শনিবার রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৪তম সভায় তিনি এ কথা জানান। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়।
কারখান মালিকদের উদ্দেশে শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশের এ সংকটময় পরিস্থিতিতে কোনো কারখানা লে-অফ করা যাবে না। কোনো কারখানা তাদের শ্রমিকদের ছাঁটাই করতে পারবে না।
কারখানা চালু করার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের অর্থনীতি সচল রাখতে মালিকরা কারখানা চালু করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। এ জন্য কারখানা মালিকদের স্বাস্থ্য অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, কারাখানা চালু করলে প্রতিটি শ্রমিকের সুরক্ষার বিষয়টি প্রাধান্য দিয়ে দেখতে হবে। শ্রমিকের সুরক্ষা নিশ্চিতের পরই কারখানা খুলতে হবে।
এ সময় তিনি পবিত্র ঈদুল ফিতরের আগে প্রতিটি কারখানার শ্রমিকদের পাওনা বেতন ও বোনাস পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।