সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন। সেইসঙ্গে করোনাভাইরাস নিয়ে চলমান সংকট নিরসনে জনগণকে বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ২৫ মার্চ করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে করোনা পরিস্থিতি মোকাবেলায় সার্বিক নির্দেশনা দেন তিনি।