হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
সব রেকর্ড ভেঙে ফ্রান্সে একদিনেই ১৩শ ৫৫ জনের মৃত্যু
জনবার্তা অনলাইনঃ মরণঘাতী করোনাভাইরাসে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সব রেকর্ড ভেঙে ফ্রান্সে প্রাণ হারিয়েছেন ১৩শ ৫৫ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৮৭ জনে।
সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইট। ফ্রান্সে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৪২৪ জন। মোট মৃত্যু ৫ হাজার ৩৮৭।
এ মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৮৭৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৭০ জন মানুষের।
এরপর আছে ইতালি। সেখানে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।
এরপর স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ৩৪৮ জন।
আরও কিছু দেশে মহামারী করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের পরিসংখ্যান :
জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৭৯৪ জন। মৃত্যু ১ হাজার ১০৭।
চীনে আক্রান্ত ৮৪ হাজার ৭৯৪, মৃত্যু ৩ হাজার ৩১৮।
ইরানে আক্রান্ত ৫০ হাজার ৪৬৮ , মৃত্যু ৩ হাজার ১৬০।
যুক্তরাজ্যে আক্রান্ত ৩৩ হাজার ৭১৮, মৃত্যু ২ হাজার ৯২১।
সুইজারল্যান্ডে আক্রান্ত ১৮ হাজার ৮২৭, মৃত্যু ৫৩৬।
তুরস্কে আক্রান্ত ১৮ হাজার ১৩৫, মৃত্যু ৩৫৬।
বেলজিয়ামে আক্রান্ত ১৫ হাজার ৩৪৮, মৃত্যু ১ হাজার ১১।
নেদারল্যান্ডসে আক্রান্ত ১৪ হাজার ৬৯৭, মৃত্যু ১ হাজার ৩৩৯।
কানাডায় আক্রান্ত ১১ হাজার ২৮৩, মৃত্যু ১৭৩।