সব রেকর্ড ভেঙে ফ্রান্সে একদিনেই ১৩শ ৫৫ জনের মৃত্যু

জনবার্তা অনলাইনঃ মরণঘাতী করোনাভাইরাসে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সব রেকর্ড ভেঙে ফ্রান্সে প্রাণ হারিয়েছেন ১৩শ ৫৫ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৮৭ জনে।

সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইট। ফ্রান্সে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৪২৪ জন। মোট মৃত্যু ৫ হাজার ৩৮৭। 

এ মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে।  দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৮৭৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৭০ জন মানুষের।

এরপর আছে ইতালি। সেখানে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।
এরপর স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ৩৪৮ জন।
আরও কিছু দেশে মহামারী করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের পরিসংখ্যান :
জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৭৯৪ জন। মৃত্যু ১ হাজার ১০৭।
চীনে আক্রান্ত ৮৪ হাজার ৭৯৪, মৃত্যু ৩ হাজার ৩১৮।
ইরানে আক্রান্ত ৫০ হাজার ৪৬৮ , মৃত্যু ৩ হাজার ১৬০।
যুক্তরাজ্যে আক্রান্ত ৩৩ হাজার ৭১৮, মৃত্যু ২ হাজার ৯২১।
সুইজারল্যান্ডে আক্রান্ত ১৮ হাজার ৮২৭, মৃত্যু ৫৩৬।
তুরস্কে আক্রান্ত ১৮ হাজার ১৩৫, মৃত্যু ৩৫৬।
বেলজিয়ামে আক্রান্ত ১৫ হাজার ৩৪৮, মৃত্যু ১ হাজার ১১।
নেদারল্যান্ডসে আক্রান্ত ১৪ হাজার ৬৯৭, মৃত্যু ১ হাজার ৩৩৯।
কানাডায় আক্রান্ত ১১ হাজার ২৮৩, মৃত্যু ১৭৩।