সব শিক্ষার্থীকে পাশ করিয়ে দিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে গত চার সপ্তাহ ধরে পুরো ভারতে লকডাউন চলছে। এতে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনো বলা যাচ্ছে না। তাই পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাস করিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আজ বুধবার নিজ বাসভবন নবান্নে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় উচ্চ মাধ্য়মিকের শিক্ষার্থীদের বাকি তিন বিষয়ের পরীক্ষা আগামী জুন মাসে হবে বলে জানিয়েছেন তিনি।

মুখ্য়মন্ত্রী বলেন, করোনা হানা দেয়ার আগেই মাধ্য়মিকের পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। এখন খাতা দেখার কাজ চলছে। শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে। আর একাদশ শ্রেণির পড়ুয়াদের সেমিস্টার পরীক্ষা দেয়া লাগবে না। তদের সবাইকে পাস করিয়ে দেয়া হবে।

এর আগে সম্প্রতি প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্য়ের সকল শিক্ষার্থীকে পাস করিয়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়।

ভারতে লকডাউনের মধ্যেও প্রতিদিনই করোনাভাইরাসে সংক্রমণ ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেখানে এখন পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৯৬ জন। বিপরীতে সুস্থ হয়েছেন এক হাজার ৩৬২ জন।