সরকারবিরোধী পোস্ট, আটক লেখক ও কার্টুনিস্ট

লেখক মুশতাক আহমেদ (বায়ে) ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সরকারবিরোধী পোস্ট’ দিয়েছেন, এমন অভিযোগে আজ বুধবার দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদ। এর আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে এই দুজনসহ মোট ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন র‌্যাব-৩ এর ডিএডি জহিরুল ইসলাম।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, মামলার অভিযোগ অনুযায়ী নিয়মমাফিক তাদেরকে আটক করা হয়েছে। মুশতাক আহমেদকে আটক করা হয় তার লালমাটিয়ার বাসা থেকে এবং আহমেদ কবিরকে রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কী কারণে তাদেরকে আটক করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম জানান- তারা দুজন ফেসবুকে সরকারবিরোধী নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন, ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে নানা গুজব ছড়িয়েছেন।

এই মামলার অন্য আসামিরা হলেন- তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও ব্লগার আসিফ মহিউদ্দিন।