হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
সাংবাদিক মাহমুদুর রহমানকে আটক করে কারাগারে
রোববার ২৯শে সেপ্টেম্বর দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তার জামিন না মনজুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৭ই অগাস্ট মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ মোট পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।
মি. রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জনবার্তাকে বলেছেন, যেহেতু তিনি সাজাপ্রাপ্ত আসামি, সে কারণে আদালত তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলাটি ২০১৫ সালে দায়ের করা হয়েছিল।
মামলার অভিযোগ থেকে জানা যাচ্ছে, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনও সময় থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস, বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা একত্রিত হয়ে যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।
মি. রহমানের পরিবার বলেন তার বিরুদ্ধে আওয়ামীলিগ সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছে।
জনবার্তা প্রতিনিধি