সাংসদ আক্রান্ত: নওগাঁয় ২ এমপি, ডিসি, এসপিসহ ৬ জন কোয়ারেন্টাইনে

নওগাঁ প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসা দুই এমপি, ডিসি, এসপি, সিভিল সার্জন ও জেলা আওয়ামী লীগের সভাপতি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁর সিভিল সার্জন অফিসার ডা. আখতারুজ্জামান আলাল জানান, আজ রবিবার তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

জেলার শীর্ষ ৬ কর্তা ব্যক্তিরা হলেন- নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান, সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।

এ ব্যাপারে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ জানান, গত শুক্রবার ঢাকায় সাংসদ শহীদুজ্জামান সরকারের করোনা আক্রান্তের প্রতিবেদন পাওয়া যায়। পরদিন শনিবার বেলা ১১টার দিকে ওই দিনের ভিডিও কনফারেন্সেসহ বিভিন্ন দিক ক্ষতিয়ে দেখে নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসা ওই দুই সংসদ সদস্য, ডিসি, এসপি, সিভিল সার্জন ও জেলা আওয়ামী লীগের সভাপতিকে হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্ধ্বতন ওই ৬ কর্তা ব্যক্তির হোম কোয়ারেন্টাইনে থাকার সংবাদ দ্রুত ছড়িয়ে পরলে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, আওয়ামী লীগের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই অনুষ্ঠানে যোগ দেন নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ ৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ ৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান, সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।

ওই দিনেই, নওগাঁ পুলিশ লাইনস ড্রিল সেডে চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬ লাখ ৫০ হাজার নগদ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ- ৬ আসনের সাংসদ ইসরাফিল আলম। অনুষ্ঠানে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান, জেলা প্রশাসক হারুন অর রশীদ, এনএসআই এর যুগ্ম পরিচালক জহির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকসহ পুলিশের কর্মকর্তা-কর্মচারী জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও, নওগাঁয় লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন মানুষদের মধ্যে সাংসদ ইসরাফিল আলম, সাংসদ ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মানান দিনরাত জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করছেন। তাই তাঁদেরকেও কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।