সিইসি মিথ্যুক: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: গতকাল (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন। এর কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে পাবনা-৪ আসনের উপনির্বাচন। এই তিনটি আসনের নির্বাচনের মূল্যায়ন করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন- নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো অভিযোগ পাওয়া যায়নি। সিইসির এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আগের নির্বাচনগুলোর মতো এই তিনটি উপনির্বাচনেও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোট ছিনতাই করা হয়েছে। বারবার প্রমাণ হচ্ছে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সিইসির দাবি প্রসঙ্গে ফখরুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার অবলীলায় মিথ্যা বলে যাচ্ছেন। তিনি নাকি কোনো অভিযোগ পাননি, অথচ শুধু ঢাকা থেকেই ১১৬ অভিযোগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে সরকারের ‘বংশবদ ক্রীড়ানক’ হয়ে গেছে এটা তারই প্রমাণ। আমরা স্পষ্ট করে এসব নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানাই।

election commission logo 1

কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, আমরা কখনো দাবি করিনি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে, তিনি এটা কোথায় পেলেন? আমরা বরাবরের মতোই বলে আসছি, ২০১৮ সালের নির্বাচনটা অবৈধ, ওটা বাতিল করতে হবে। আমাদের প্রত্যেকটি স্টেটমেন্ট ঘাটলেও সেটা পাওয়া যাবে।