সুপ্রিমকোর্টের আইনজীবীদের জন্য তিন হাসপাতালে ফ্রী চিকিৎসার ব্যবস্থা

ছবিঃ ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক

আদালত প্রতিবেদকঃ আজ থেকে সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির সদস্যসহ পরিবারের সদস্যরা বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হলে রাজধানীর মগবাজারে অবস্থিত হলি ফ্যামিলি হাসপাতালে ফ্রী চিকিৎসা করাতে পারবেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল জনবার্তাকে এ কথা জানান। তিনি বলেন, ‘সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদেরকে রাজধানীর তিনটি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা গ্রহণে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে করোনা আক্রান্ত আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমি স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেই। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল, আনোয়ার খান মর্ডান হাসপাতাল ও উত্তরায় জাপান ইষ্ট ওয়েষ্ট হাসপাতালকে চিঠি দিয়েছেন।’

তিনি বলেন, চিঠিতে সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের করোনা চিকিৎসায় তিনটি হাসপাতালকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সম্পাদক ব্যারিষ্টার কাজল জানান, হলি ফ্যামিলি হাসপাতাল আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের ফ্রী চিকিৎসা করবে। ব্যারিষ্টার কাজল বলেন, ইতোমধ্যে আমাদের উদ্যোগেনসুপ্রিমকোর্ট প্রাঙ্গনে স্থাপিত বুথে আইনজীবীরা বিনামুল্যে করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্ট করাচ্ছেন।

সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত প্রতিদিন ৭জন বিজ্ঞ সদস্য এ সুযোগ পাচ্ছেন। প্রতিদিনই সাতজন আইনজীবী নির্ধারিত ফরমে আবেদন করে কোভিড-১৯ টেষ্টের জন্য নমূনা দিচ্ছেন বলে জানান সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, কোন সদস্যের করোনা উপসর্গ দেখা দিলে ডাক্তারের ব্যবস্থাপত্রের আলোকে সমিতির সম্পাদকের প্রত্যয়ন সাপেক্ষে এ টেস্ট করানো হয়। টেস্টের পূর্বে সমিতি অফিস থেকে অনুমোদন পত্র গ্রহণ করেন আইনজীবীরা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিমকোর্ট বার তার সদস্য আইনজীবীদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন।

তিনি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র এডভোকেট জনাব এ এম আমিন উদ্দিন ও কার্যকরী কমিটির পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সিনিয়র এডভোকেট ড. কাজী আকতার হামিদ, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতে যে কোন ক্রান্তিলগ্নে তাদেরকে সমিতির পাশে থাকার অনুরোধ করেছেন।