সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
আদালত প্রতিবেদকঃ আজ (বুধবার) হাইকোর্টের বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মােঃ মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির পর এই আদেশ দেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রার্থী কাজী ফয়সাল গত ৩১ ডিসেম্বর মনােনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই করে তার মনােনয়নপত্র অবৈধ ঘােষণা করা হয়।
রীটকারীর আইনজীবী মোঃ আরিফুর রহমান আরিফ জানান, কাউন্সিলর পদপ্রার্থী কাজী ফয়সাল পিরোজপুর জেলা প্রশাসক বরাবর আবেদন আপীল আবেদন করার পরও তার প্রার্থিতা ফিরে না পাওয়ায় মহামান্য হাইকোর্টে ডিভিশনে রীট পিটিশন দায়ের করেন। রীট শুনানি শেষে হাইকোর্টের আদেশে তার মনােনয়নপত্র বৈধ ঘােষণা করা হয়। উল্লেখ্য স্বরুপকাঠি পৌরসভাসহ তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।