স্বাস্থ্যকর্মীসহ নওগাঁয় আরও ৭ জন করোনায় আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি: দুই স্বাস্থ্যকর্মীসহ নওগাঁর পাঁচ উপজেলায় নতুন করে আরও ৭ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুনদের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা গেছে। আক্রান্তের উপজেলা ও সংখ্যা- সাপাহারে ২ জন, নিয়ামতপুরে ২ জন, রাণীনগরে ১ জন, বদলগাছীতে ১ জন এবং আত্রাইয়ে ১ জন।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নওগাঁর সিভিল সার্জন অফিসার ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষার জন্য নওগাঁয় নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার রাতে হাসপাতালের পাঠানো এক ই-মেইলের মাধ্যমে ৭ জন করোনায় আক্রান্তের বিষয়টি জানা যায়।