স্বাস্থ্যমন্ত্রী: চিকিৎসায় সাধারণ-ভিআইপি বলে কিছু নেই

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক -ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশে কভিড-১৯ আক্রান্ত ভিআইপিদের জন্য ‘আলাদা হাসপাতাল’ তৈরি হচ্ছে, এমন খবরে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে গতকাল রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সরকারের এমন কোনো চিন্তা নেই। একজন কর্মকর্তা ভুল করে এই কথা বলে ফেলেছেন। আমি মনে করি, চিকিৎসায় সাধারণ-ভিআইপি বলে কিছু নেই। আলাদা হাসপাতাল হচ্ছে না, মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি দায়িত্ব নিয়ে এই কথা বলছি।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘সরকার ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল বানাচ্ছে, এমন কথা ছড়িয়ে পড়ার পেছনে একটা কারণ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে অনুরোধ করেছিল, বিদেশি কেউ যদি কভিড-১৯-এ আক্রান্ত হয় তাহলে তাদের চিকিৎসায় একটা আলাদা হাসপাতাল রেডি করা যায় কিনা। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা প্রাথমিকভাবে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের কথা ভেবেছি। হাসপাতালটি পরিচ্ছন্ন, এখনো সেভাবে ব্যবহার শুরু হয়নি। সেখানে বিদেশি রোগীদের পাশাপাশি সাধারণ মানুষও চিকিৎসা পাবে।’

স্বাস্থ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ভিআইপি রোগীদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে, এমন কথা বলেছেন শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নিয়ে তার মন্তব্য করার কথা নয়, তারপরও তিনি সেটা করেছেন। যা নিয়ে ফেসবুকে সমালোচনার কথা আমরাও শুনেছি।

হাবিবুর রহমান খান আরো বলেন, দেশে অনেক ভালো ভালো বেসরকারি হাসপাতাল আছে, কূটনীতিকরা চাইলে সেগুলোতে চিকিৎসা নিতে পারেন, তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সরকারিভাবেও একটা হাসপাতাল ঠিক রাখার চিন্তা থেকেই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের কথা উঠেছে।