সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে ভর্তি সিনিয়র এএসপিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঐ হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাদের জন্য হাসপাতালের ব্যবস্থাপকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে মানসিক সমস্যায় ভুগে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল হক। ভর্তির কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। পরিবারের অভিযোগ ভর্তির পরপর হাসপাতালে কর্মচারিরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি উচ্ছৃঙ্খল আচরণ করায় তারা পুলিশের কর্মকর্তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন। আনিসুল করিম ৩১ তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। তার বাড়ি গাজিপুরের কাপাসিয়ায়।