হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে ডা. মাসুদকে
নিজস্ব প্রতিবেদক: জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদ। গত ১৮ এপ্রিল তার শরীরেও মরণব্যাধী এই ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে।
পরে হাসপাতালের আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আজ তাকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গত ১৮ এপ্রিল তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপরই তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। খুলনা জেলায় ভাইরাসটিতে সংক্রমিত হওয়া তিনিই প্রথম কোনো চিকিৎসক।
উল্লেখ্য, ডা. মাসুদ আহমেদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নানির খালাতো ভাই। সম্পর্কে তিনি মাশরাফির নানা হন।