১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সকল শিল্প কলকারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যেই পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আজ সোমবার এক বিবৃতিতে প্রতিমন্ত্রী কারখানা মালিকদের প্রতি এ নির্দেশ দেন।

এ নির্দেশ না মানলে বা উল্লিখিত সময়ের মধ্যে বেতন-ভাতা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে অনেক প্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসা-প্রতিষ্ঠান। ফলে সীমিত আয়ের লোকজন ব্যাপক সমস্যায় আছেন। এ সব বিষয় মাথায় রেখেই এ ধরনের নির্দেশনা দেওয়া হলো।