সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
২০ লাখে বিক্রি সাকিবের ব্যাট
খেলাধুলা ডেস্ক: ব্যাটটি সাকিবের খুবই প্রিয় কিন্তু করোনায় অসহায় হয়ে পড়া মানুষের জীবনের চেয়ে বড় তো নয়। তাই নিলামে তুললেন সবশেষ বিশ্বকাপ মাতানো ব্যাটটি। সারা পৃথিবী থেকে অনেকেই দাম হাঁকালেন কিন্তু শেষ পর্যন্ত সর্বোচ্চ ২০ লাখ টাকায় কিনে নেন রাজ নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি। ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা। নিলাম পরিচালনার দায়িত্বে ছিল ‘অকশান ফর অ্যাকশন’ নামের একটি প্রতিষ্ঠান।
ব্যাট বিক্রির এই টাকা যোগ হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনের তহবিলে, যা দিয়ে করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষকে সাহায্য করা হবে।
গত মঙ্গলবার ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসান ব্যাট বিক্রির ঘোষণা দেন। দুদিন ধরে চলে নিলাম। এর মাঝে সাকিব নিজেই একবার সেটা কিনে নিতে চান, কারণ এটি তার ক্যারিয়ার অন্যতম উজ্জ্বল পারফরম্যান্সের স্মারক। অন্য এক ভক্ত ব্যাটটি কিনে সাকিবকেই উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সর্বোচ্চ দাম হাঁকিয়ে সেটা নিজের করে নেন রাজ নামের এক প্রবাসী।
নিলাম শেষে গতকাল রাত ১১টায় লাইভে এসে বিশসেরা এই অলরাউন্ডার জানান, এটি আমার সবচেয়ে প্রিয় ব্যাটের একটি। কিন্তু আমার এই ‘প্রিয়’র চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তাই করোনা মোকাবেলায় সাহায্য করার জন্য সেটি নিলামে তুলেছিলাম। রাজ ভাইকে ধন্যবাদ, সর্বোচ্চ দাম হাঁকিয়ে নিয়ে নেওয়ার জন্য।