২৪ ঘণ্টায় দেশে করোনায় চার জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৯ জন

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া একই সময়ে আরো ২১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩১ জন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করে ২১৯ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১২৩১ জন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় দেশে আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৫০ জনের মৃত্যু হলো। অন্যদিকে, একদিনে আরো ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪৯ জন সুস্থ হলেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে ২০টি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে।

বক্তব্যের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ওই চিকিৎসক মারা গেছেন।