হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
৮০০০ অসহায় পরিবারের পাশে এস আলম ইঞ্জিনিয়ারিং লিমিটেড
নিজস্ব প্রতিবেদকঃ করোনার প্রকোপে দেশের অথনীতির চাকা প্রায় থেমে গেছে। অনেকেই বলছেন এ ভাইরাস নাকি বিশ্বযুদ্ধের মতোই। কর্মহীন হয়ে পড়েছে দেশের অসংখ্য খেটে খাওয়া মানুষ। এসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে এস আলম ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও সোহেল ট্রেডার্স। মরহুম শিল্পপতি শামসুল আলম এর দুই পুত্র সোহেল আহমেদ ও কবির হোসেন শিমুল গাজীপুর ও ঝিনাইদহে দুই দফায় ৮০০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল পাচ কেজি চাল,এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আলু এক কেজি পেয়াজ,লবণ ও একটি সাবান।তাছাড়াও প্রতিদিনই এলাকায় জীবাণুনাশক স্প্রে দেওয়ার ব্যবস্থা করেছেন তারা।
এস আলম ইনজিনিয়ারিং লিমিটেড ও সোহেল ট্রেডার্সের সত্ত্বাধিকারী সোহেল আহমেদ বলেন, আমার পিতা শামসুল আলম উনি সবসময়ই মানুষের পাশে ছিলেন। আমি মনে করেছি তার সন্তান হিসেবে এটা দায়িত্ব। অতীতেও আমাদের পরিবার মানুষের পাশে ছিলো। যতদিন এই সংকট চলবে আমরা মানুষের পাশে সর্বাত্মক সহযোগিতা অব্যহত রাখবো ইনশাআল্লাহ।