হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
করোনায় আক্রান্ত টম হ্যাঙ্কস ও তার স্ত্রী
হলিউড সুপারস্টার টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ কথা জানিয়েছেন ৬৩ বছর বয়সী এই অভিনেতা।
বর্তমানে একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই দম্পতি।
টুইটারে টম হ্যাঙ্কস জানান, ‘আমি ও রিটা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। আমাদের দু’জনেরই একটু ক্লান্ত লাগছিল, ঠাণ্ডা লেগেছিল আর শরীরে ব্যথাও ছিল। তবে রিটার শরীর মাঝেমাঝে ঠাণ্ডা হয়ে যেত। আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যেত। ও শরীরে জ্বরও ছিল। এমন অবস্থায় বিশ্বের অন্য কেউ হলে যা করতেন, আমরাও তাই করেছি। করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছি এবং ফলাফল পজেটিভ এসেছে।’
করোনা ভাইরাসে আক্রান্ত এই দম্পতিকে এখন চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।
দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা আরো বলেন, ‘আমাদের এখন চিকিৎসকরেদ পরামর্শ অনুযায়ী চলতে হবে। আমাদের আরো পরীক্ষা করা হবে, পর্যবেক্ষণ করা হবে। এবং সবাইকে সুরক্ষিত করতে আইসোলেশনে রাখা হবে।’
সবশেষে তিনি বলেন, ‘প্রথমদিন এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না, কী বলেন? আমাদের অবস্থার আপডেট জানাতে থাকব। নিজের যত্ন নিবেন।’
সূত্র : ইকোনমিক টাইমস