হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
করোনা: ফিলিপাইনের শেয়ারবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
জনবার্তা অনলাইনঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে বিশ্বে প্রথম দেশ হিসেবে শেয়ারবাজার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিপাইন। বিনিয়োগকারীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাশায় রেখে ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ আজ মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ কঠোর পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা, সীমান্ত বন্ধ করে দেয়া, স্কুল-কলেজ বন্ধ করে দেয়া এবং বাধ্যতামুলকভাবে ঘরের ভিতর অবস্থান। কিন্তু ফিলিপাইনের আগে অন্য কোনো দেশ করোনা মোকাবিলায় শেয়ার মার্কেট বন্ধ করে নি। তবে মূল্য পতনের ফলে বিশ্বের কিছু বাজারে ট্রেডিং বন্ধ অথবা থামিয়ে রাখা হয়েছে। তবে আনুষ্ঠানিকবাবে কোনো দেশ এভাবে শেয়ারবাজার বন্ধ করে নি। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ বলেছে, কর্মচারী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব রকম ট্রেড বন্ধ থাকবে। এর কারণ হিসেবে লকডাউনের কথা উল্লেখ করেছেন ন্যাশনাল ট্রেজারার রোসালিয়া ডি লিওন। মালয়েশিয়াতে একই রকম লকডাউন শুরু হবে ১৮ই মার্চ। তবে পুজিবাজার সচল থাকবে। ওদিকে প্রতিদিন শতকরা ১০ ভাগের বেশি মূল্যপতনের ফলে এ মাসে কমপক্ষে দু’বার ট্রেডিং স্থগিত করা হয় কুয়েতে। আবার প্রধান সূচক যখন শতকরা ৫ ভাগের নিচে পড়ে যাবে তখন আধা ঘন্টার জন্য সার্কিট ব্রেক হয়ে যাওয়ার ব্যবস্থা চালু করেছে জাকার্তা।