করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

জনবার্তা অনলাইনঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে দেশের জেলা পর্যায়ের হাসপাতালও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে বিএসএমএমইউতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাধারণ জ্বর সর্দিতে হাসপাতালে চিকিৎসা সেবা না মেলার তথ্য সঠিক নয়। সরকার হোম কোয়ারেইন্টাইনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেকোন ধরনের সভা-সমাবেশ ও জমায়েত সীমিত করার কথা বলা হয়েছে। তবে যারা বিদেশ থেকে আসছেন তারা হোম কোয়ারেইন্টাইন মানছে না। এ ব্যাপারে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।