হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
মজুদ করবেন না, দেশে সবকিছু পর্যাপ্ত রয়েছে : প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার, জনবার্তাঃ দেশে সবকিছুর পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আতঙ্কিত হয়ে খাদ্যশস্যসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার ঢাকা সিটি কলেজ কেন্দ্র জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে নিজের ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘কিছু মানুষ আতঙ্কিত হচ্ছে … তারা খাদ্য সামগ্রী সংগ্রহ করছে এবং তাদের বাড়িতে মজুদ করছে … আমি পরিষ্কার করে বলতে চাই, খাদ্য সামগ্রীতে (মজুদে) আমাদের কোনো সমস্যা নেই।’
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার মাঝেই শনিবার তিন সংসদীয় আসন ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪-এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিন আসনে ভোটার রয়েছেন ১০ লাখের বেশি। ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট টানা বিকাল ৫টা পর্যন্ত চলবে। ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে প্রচলিত ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।
সূত্র : ইউএনবি