করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়ালো

জনবার্তা অনলাইনঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছেন ১৬ লাখের বেশি মানুষ।

বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১০টায় আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ লাখ ২০৮ জন। সংক্রমিত হয়েছেন মোট ১৬ লাখ ৪৫ হাজার ৪২৮ জন।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬৯ হাজার ১০৮ জন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ হাজার ৮৪৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সংক্রমিত হয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছে উঠেছেন ৩০ হাজার ৪৫৫ জন।

মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ১০৯ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৯১৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ১০৬ জন।

এ ছাড়া করোনাভাইরাসের ভয়াল থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, চীনসহ বিশ্বের অনেক দেশ।