যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে রেকর্ড ২০৩৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে চলছে নভেল করোনাভাইরাসের প্রলয় নৃত্য। মানুষ মারা পড়ছে বেঘোরে। মৃতদেহের ভার কোনোভাবেই সইতে পারছে না দেশটি। মৃতের সংখ্যায় নিজেই নিজের রেকর্ড ভাঙছে প্রত্যহ। এত ভয়ংকর অবস্থার মধ্যেও এতদিন কোনো দেশ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২ হাজার ছুঁতে পারেনি। যুক্তরাষ্ট্র এবার তাও পেরিয়ে গেল।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন ২০৩৫ জন। করোনাভাইরাসে প্রাণ হারানোর ক্ষেত্রে একদিনে যা কোনো দেশের জন্য সর্বোচ্চ। ২ হাজার তো বটেই, যুক্তরাষ্ট্র ছাড়া একদিনে ১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, এমন ঘটনা নেই বললেই চলে।

সবমিলিয়ে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই দেশটিতে মৃতের সংখ্যা গিয়ে পৌঁছল ১৮ হাজার ৭২৫-এ। এর আগে আছে শুধু ইতালি, সেখানে প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৮৫০ জন।

এতো গেল মৃতের পরিসংখ্যান, যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণও ছড়িয়ে পড়ছে দাবানলের গতিতে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩ হাজার। আক্রান্তদের মধ্যে ১১ হাজার মানুষের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রের মধ্যে নিউইয়র্কের পরিস্থিতি যে কতটা শোচনীয়, তা উপলব্ধি করাও কঠিন হয়েছে পড়েছে। এই একটি অঙ্গরাজ্যেই মৃতের সংখ্যা ৮ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৩৫০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ১১ হাজার, মৃত্যুবরণ করেছেন ৭৭৭ জন।