১৬৮ বস্তা চালসহ আটক ২ আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে কারণে পথে বসার জোগাড় দেশের নিম্নবিত্ত মানুষের। সরকার যখন নানাভাবে এসব মানুষের ঘরে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তখন স্থানীয় অনেক ক্ষমতাসীন নেতা সেসব পণ্য আত্মসাৎ করছেন। গতকাল বগুড়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৮ বস্তা চালসহ আটক করা হয়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় দুই নেতাকে।

আটককৃত নেতারা হলেন- নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস ও তার সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি স্পেশাল ফোর্স শনিবার মধ্যরাতে নন্দীগ্রাম উপজেলার শিমলাবাজারে অভিযান চালায়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ৫৮ বস্তা ও তার টিভি-ফ্রিজের শোরুমে ১১০ বস্তা চাল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে র‌্যাব।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বলেন, এটা খুবই লজ্জাজনক। দেশের এই ক্রান্তিলগ্নে যারা এমন কাজ করতে পারে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।