হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
চিকিৎসকদের হয়রানিতে কাটা পড়বে গ্যাস-বিদ্যুতের সংযোগ
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের মোকাবেলায় কাজ করা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যদি কোনো বাড়িওয়ালা হয়রানি করেন, তাহলে তার বাসার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শনিবার বাড়িওয়ালাদের হুঁশিয়ার করে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোনোরকম হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও এখনো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে করোনা যোদ্ধাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ আসছে। যারা এসব কাজে যুক্ত, বিশেষ করে বাড়িওয়ালাদের বাসার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।
তিনি বলেন, বিভিন্ন স্থানে বাড়িওয়ালারা চিকিৎসকদের বাড়ি ছেড়ে দিতে বলছেন। অনেকে আবার চাকরি ছেড়ে বাসায় বসে থাকতে বলছেন। অথচ জীবনের ঝুঁকি নিয়ে মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে যারা লড়াই করছেন, তাদের অভিবাদন জানানোর কথা। সেটা না করে উল্টো নানাভাবে হয়রানি করছে। এমন বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।
এ ছাড়া মহামারির সময়ে যারা জরুরি সেবা দিচ্ছেন, বিশেষ করে সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবীদের যদি কেউ হয়রানি করেন তাহলে তার বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে হয়রানির কথা জানাতে গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ওয়েবসাইটে দেয়া হটলাইন নাম্বারে কল করতে অনুরোধ জানান নসরুল হামিদ।
এর আগে সম্প্রতি বাড়িওয়ালাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যেসব বাড়িওয়ালা করোনা যোদ্ধাদের হয়রানি করবে, তাদের বাড়ির বর্জ্য বা ময়লা সিটি কর্পোরেশন নেবে না।